২০১৯ অ্যাশেজ সিরিজের মধ্য দিয়ে শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ দল।
আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলকে ছোট দল বলে অপমান করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় ব্রায়ান লারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্রায়ান লারা বলেন, আমার মনে হয়, যারা ১৬-১৭ বছর ধরে খেলছে এবং ১০০ টেস্টের উপরে খেলে ফেলেছে, এক পর্যায়ে এসে এক ঘেয়ে হয়ে যায়। সিরিজে জয় পরাজয় একটা বিষয়, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে এখন দলগুলো চ্যাম্পিয়ন হতে চাইবে। আমার মনে হয় এটা আরো আগে হওয়া উচিত ছিল। তবে এখন দেখে ভালো লাগছে।
এ সময় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্রায়ান লারা বলেন, যদি আপনি বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো ছোট দলের বিপক্ষেও খেলেন, এখানে গুরুত্ব দিয়ে খেলবেন। আমি রোমাঞ্চিত জেনে যে এটা অন্যসব সিরিজের মতো নয়। প্রতিটি সিরিজই গুরুত্ব পাচ্ছে দল গুলোর কাছে। এর জন্য আইসিসিকে কৃতিত্ব দিতেই হবে।
ব্রায়ান লারা এমন মন্তব্য করার আগে মনে হয় ভুলে গেছেন তার দল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছিলো। তারপরেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে এমন উদ্ভট মন্তব্য করে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন ব্রায়ান লারা।