আগে থেকেই জানা গিয়েছিল ক্যারিবীয় সফরের পর বাংলাদেশ দল থেকে নিচ্ছেন আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, জিম্বাবুয়ে সফরে যাচ্ছেননা সাকিব আল হাসান।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর সাকিব আল হাসান সরাসরি গিয়েছেন আমেরিকাতে, সেখানে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার যাবেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে একাই সফর করবেন সাকিব।
জানা গেছে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এর আগের ২০১৯ সালে সিপিএলে খেলছেন সাকিব। বাংলাদেশ দল যখন জিম্বাবুয়েতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে, তার কিছু দিন পর সাকিব যাবেন ক্যারিবিয়ান দ্বীপে।
তবে সেবার তিনি একাই যাবেন। তার উদ্দেশ্য থাকবে সিপিএলে অংশগ্রহণ করা। সরাসরি চুক্তির মাধ্যমে সাকিব নাম লিখিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে সিপিএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।