গত ২৯ শে এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। আর এই জার্সি উন্মোচনের পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। মূলত জার্সিতে লাল রঙ না থাকার ফলে ক্ষেপে উঠে ভক্তরা। বিসিবির তীব্র সমালোচনা করে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানায়, আইসিসির সিদ্ধান্তেই জার্সিতে লাল রঙ দেওয়া হয়নি। অবশ্য পরে বিসিবি সিদ্ধান্ত নেয় যে জার্সি বদলানো হবে।
তবুও যেনো থামছে না এই জার্সি নিয়ে আলোচনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস নামক এক পত্রিকার বাংলা সংস্করনে বাংলাদেশের জার্সি সম্পর্কে লেখা হয়, সবুজ রঙের জার্সিতে লাল রঙের অনুপস্থিতির জন্য সমর্থকেরা ফেটে পড়েন। ক্ষোভ উগড়ে দেয় সোস্যাল মিডিয়ায়। সেই ঘটনা বিসিবি কর্মকর্তাদের কানে পৌঁছায়। তড়িঘড়ি সমর্থকদের ক্ষোভ প্রশমন করার উদ্যোগ নেওয়া হয়। আইসিসির কাছ থেকে অনুমতি নিয়েই জার্সি বদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।