বিশ্বকাপে টানা তিন ম্যাচের ফলাফল খুব একটা সুবিধার ছিলো না টাইগারদের জন্য। তিন ম্যাচের ফলাফলই গিয়েছে টাইগারদের বিপক্ষে।
সম্প্রতি আইসিসির নতুন ওয়ানডে র্যাংকিং প্রকাশ করা হয়। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাথে টানা দুই ম্যাচ হারের কারণে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে একধাপ পিছিয়ে গিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের আগের ওডিআই র্যাংকিং ছিলো ৭। হারের কারণে কমে গিয়েছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। যার কারণে বাংলাদেশ র্যাংকিংয়ে ৮ নাম্বারে নেমে গিয়েছে। আইসিসির ওডিআই র্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট ৮৫। এক পয়েন্ট বেশি নিয়ে র্যাংকিংয়ের ৭ এ অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।
র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১২৪। ১২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৪ তারা রয়েছে তিনে। ১১১ পয়েন্ট দক্ষিন আফ্রিকা। অবস্থান করছে র্যাংকিংয়ের চার নাম্বারে। ১০৯ পয়েন্ট নিয়ে ৫ এ রয়েছে অস্ট্রেলিয়া। তালিকার ছয়ে অবস্থান করছে পাকিস্তান। তাদের পয়েন্ট ৯৩। নয় নম্বরে ৭৭ পয়েন্ট নিয়ে আছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের পয়েন্ট ৬২। অবস্থান করছে দশে।