ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতার মাধ্যমে এই প্রথম কোনো শিরোপার দেখা পেলো বাংলাদেশ দল।
এদিকে বাংলাদেশের এই জয়ে অনেকেই বাংলাদেশকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন।পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজাও বাংলাদেশের প্রশংসা করেন।
রমিজ রাজা বলেন, বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে দূর্দান্ত খেলে বাংলাদেশ দল। সবশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। এর আগে নিজেদের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশও করেছে তারা। তাই বিশ্বকাপে বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানকে সতর্ক থাকতে হবে।
রমিজ রাজা আরো বলেন, কাগজে কলমে হয়তো বাংলাদেশকে শক্তিশালী ধরা হবে না, তবে তারা নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারে। যেকোনো কিছু করার সামর্থ্য রয়েছে মাশরাফি বাহিনীর।
এই সময় ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ঐতিহাসিক ম্যাচের স্মৃতিচারণ করেন রমিজ রাজা।
সে বার বিশ্বকাপের ফেবারিট দল পাকিস্তানকে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তকমা লাগিয়ে দিয়েছে বাংলাদেশ দল।
এ ব্যাপারে রমিজ বলেন, বিশ্বকাপের মুখোমুখি লড়ায়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে। এই দুই দল বিশ্বকাপ একবারই মুখোমুখি হয়েছিলো। আর সে ম্যাচটি পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী দলকে বড় ব্যাবধানে হারায় বাংলাদেশ দল।
এর পর তিনি বর্তমানের বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বলেন, বেশ কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে বেশ ভালো খেলছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও দূর্দান্ত।