আগামীকাল (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএল উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই বঙ্গবন্ধু বিপিএলের। তবে এখনো দলে নতুন বিদেশি খেলোয়াড় ভেড়াচ্ছে দলগুলো।
বঙ্গবন্ধু বিপিএলের নিয়ম অনুযায়ী প্লেয়ার ড্রাফটের বাইরে দুই জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে দলগুলো। তাইতো এখনো বিদেশি ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করছে বঙ্গবন্ধু বিপিএলের দলগুলো।
বঙ্গবন্ধু বিপিএল শুরু হওয়ার আগে থেকেই বিদেশি ক্রিকেটারের সংকট দেখা দিয়েছিলো সিলেট থান্ডারের। তবে এবার সেই সংকট কাটিয়ে উঠলো সিলেট থান্ডার।
ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারকে দলে অন্তর্ভুক্ত করেছে সিলেট থান্ডার। বলা চলে বিপিএলের নিয়মিত খেলোয়াড় আন্দ্রে ফ্লেচার। এর আগেও বিপিএলের বেশ কয়েকটি আসর খেলেছিলেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। দেশ-বিদেশের বিভিন্ন টি-২০ লিগে নিজের ব্যাট চালিয়ে যাচ্ছেন ফ্লেচার। খেলেছেন সংযুক্ত আরব আমিরাতে সদ্য শেষ হওয়া টি-টেন লিগে। সেখানে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন ফ্লেচার।
বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকে সিলেট থান্ডারের সাথে যোগ দিবেন ফ্লেচার এমনটাই আশা করা হচ্ছে।