ব্রাজিলীয়ান খেলোয়াড় ফেরনান্দিনহোর সংগে ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করা হয়েছে।
ফেরনান্দিনহো ২০১৩ সালে ৩০মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেষ্টার সিটিতে যোগদান করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের জন্য এই ডিফেন্সিভ মিড ফিল্ডারের উপস্থিতি দেখা যায় মোট ২১২ বার।
ম্যানচেস্টার সিটি ওয়েবসাইটে এই মিডফিল্ডার জানান “এই ক্লাবটির চমৎকার একটি ভবিষ্যৎ আছে এবং যতদিন পারবো আমি এর অংশীদার হয়ে থাকতে চাই।”
এছাড়াও, ম্যানসিটির কোচ পেপ গার্ডিওলা ৩২ বছর বয়সী এই খেলোয়াড়কে পৃথিবীর সেরা ৩ মিডফিল্ডারের একজন হিসেবে আখ্যায়িত করেন।