বিশ্বকাপকে সামনে রেখে আজ হলো সব অধিনায়কদের মিলন মেলা৷ আর সেই মিলন মেলা শেষে হলো ফটোসেশন। আর এই ফটোসেশনে সব দলের অধিনায়করা টাইগার অধিনায়ক মাশরাফির দিকে তাকিয়ে একটি ছবি তুলেছে। এই ছবিটি তুলার মূল উদ্দেশ্য হলো ফটোগ্রাফার সব দলের অধিনায়ককে মাশরাফির দিকে তাকাতে বলেছিলেন। এর কারন হলো এই বিশ্বকাপে সব অধিনায়ক থেকে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন অধিনায়ক। বিশ্বকাপ সম্পর্কে মাশরাফির রয়েছে অন্যসব অধিনায়ক থেকে ভরপুর অভিজ্ঞতা। মূলত এই কারণেই ফটোগ্রাফার সবাইকে মাশরাফির দিকে তাকাতে বলেছিলেন।
সবাই তাকিয়েছিলেন মাশরাফির দিকে। ভিরাট কোহলি তো হাসি দিয়েই তাকালেন বন্ধু মাশরাফির দিকে। কিন্তু সবাই ম্যাশের দিকে তাকালেও তাকাননি আফগানিস্তানের অধিনায়ক৷ আফগানিস্তানের খেলোয়াড়দের মধ্যে অহংকারী মনোভাব সবসময় দেখা যায়। এর আগেও রশিদ খান এবং নবির অহংকারী মনোভাবের প্রকাশ পেয়ছিলো খেলার মাঠে। আর এবার বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন অধিনায়ককে অসম্মান করে আফগানিস্তানের অধিনায়ক আরো একবার অহংকারী মনোভাব প্রকাশ করলেন।