ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরু হয় দূরদশা। ওয়েস্ট ইন্ডিজ এর বোলিং তোপে পাকিস্তানের ব্যাটসম্যানরা কেউই টিকতে পারেননি বেশীক্ষন মাঠে। দলীয় ১৭ রানের সময় পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে। ইমামুল হকের উইকেট যাওয়ার পরে কেউই তেমন সুবিধা করে উঠতে পারেনি উইন্ডিজের বোলারদের সামনে। পাকিস্তানের ৩৫ রানের সময় ফখর জামানের উইকেটের দলে দলে সবাই ফিরলেন প্যাভিলিয়নের পথে। পাকিস্তানের হয়ে বাবর আজম ও ফখর জামানই করেন সর্বোচ্ছ ২২ রান করে। ফলে ২১.৪ ওভারের সময় ১০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
১০৬ রানের সামান্য টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ এর ক্রিস গেইল ছিলেন অপ্রতিরোধ্য। দলীয় ৩৬ রানের সময় সাই হোপ এবং দলীয় ৪৬ রানের সময় ড্যারেন ব্রাভোর উইকেট হারালেও বেশি একটা অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজ এর জন্য। গেইল এবং নিকোলাস পুরান মিলে উইন্ডিজের দলীয় রান নিয়ে যায় ৭৭। এর মধ্যে অর্ধ শতক পূরণ করেন ক্রিস গেইল। ৩৪ বলে ৫০ রানের একটি ঝড় ইনিংস খেলেন ‘দ্য ইউনিভার্সাল বস’। ৬টি চার এবং ৩টি ছক্কা মারেন গেইল। দলীয় ৭৭ রানের সময় আউট হয়ে যান গেইল। এর পর নিকোলাস পুরান ও সিমরন হেইটমার মিলে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেয়। ফলে উন্ডিজ ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়।
ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে ওশান থমাস ৪ টি উইকেট তুলে নেন মাত্র ৫ ওভার করে। অন্যদিকে জেসন হোল্ডার তুলে নেন ৩ টি উইকেট। আন্দ্রে রাসেল ২ টি এবং কটরেল ১ টি উইকেট তুলে নেন।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির নিয়েছেন ৩ টি উইকেট।
উল্লেখ্য যে, খেলার আগে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন বিশ্বকাপে সব দলই তাদেরকে ভয় পায়।