ওল্ড ট্রাফর্ডে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নেমেছে ভারত – পাকিস্তান। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটিং তান্ডবে পরাস্ত পাকিস্তানের বোলাররা। ভারতের দুই ওপেনারই তুলে নিলেন অর্ধশতক। নিজের অর্ধশতক তুলে নেওয়ার পরে আরো ভয়ংভয়ংকর হয়ে উঠেন রোহিত শর্মা। ভারতের দলীয় ১৩৬ রানের সময় লোকেশ রাহুলের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে সাহায্য করেন ওয়াহাব রিয়াজ। লোকেশ রাহুল ফিরে যান ৭৮ বলে ৫৭ রান করে।
এরপর ভিরাট কোহলির সাথে জুটি বাঁধেন রোহিত শর্মা। এবার তুলে নিলেন নিজের কাঙ্খিত শতক। ৮৫ বলে শতক পূরণ করেন রোহিত শর্মা। শতক তুলে নেওয়ার পরও অপ্রতিরোধ্য রোহিত। ভয়ংকর রোহিতকে থামান হাসান আলি। ১১৩ বলে ১৪০ রানের একটি দূর্দান্ত ইনিংস খেলে আউট হন রোহিত শর্মা। ১৪ টি চার এবং ৩ টি ছক্কার মার মারেন রোহিত। ভারতের দলীয় রান তখন ৩৮ ওভারে ২৩৪ উইকেট হারিয়ে ২ টি। এবার হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে জুটি বাঁধলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। এবার কোহলি তুলে নিলেন তার অর্ধশতক। ৫১ বলে হাফসেঞ্চুরি করেন ভিরাট কোহলি। দলীয় ২৮৫ রানের সময় হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। ১৯ বলে ২৬ রান করে আউট হন পান্ডিয়া। এবার কোহলির সাথে মহেন্দ্র সিং ধোনি। তবে ১ রান করেই আউট হয়ে গেলেন ধোনি। মোহাম্মদ আমিরের বলে সরফরাজের হাতে ক্যাচ তুলে আউট হন ধোনি। এরপরে বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে আবার মাঠে নামে দুই দল। দলীয় ৩১৪ রানের সময় ভিরাট কোহলির উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। ৬৫ বলে ৭৭ রান করে ফিরে যান কোহলি। এরপর কেদার যাদব ও বিজেয় শংকর মিলে ভারতের ৫০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড় করায় ৩৩৬ রানে।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ৩ টি এবং হাসান আলি ও ওয়াহাব রিয়াজ ১ টি করে উইকেট তুলে নেন।