আর বেশিদিন বাকি নেই ক্রিকেট বিশ্বকাপের। এখন শুধু অপেক্ষার পালা। কখন পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চের। আর এই ক্রিকেট বিশ্বকাপকে ঘীরে চলছে তুখোর বিশ্লেষণা। সব দলেই এমন একজন খেলোয়াড় থাকে যে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। বাংলাদেশের সেই ভাগ্য বদলানো খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
রিকি পন্টিংয়ের চোখে এবারের বিশ্বকাপের সবচেয়ে ডেঞ্জারাস খেলোয়াড় সাকিব আল হাসান।
এ বিষয়ে পন্টিং বলেন, আমার কাছে বাংলাদেশের ডেঞ্জারম্যান সাকিব আল হাসান। বাঁ হাতি এই ক্রিকেটার মিডল অর্ডারে ব্যাট করে এবং বিভিন্ন জায়গায় রান করে থাকেন। স্কয়ার অব দ্য উইকেট তার শক্তির জায়গা।
সাকিবকে চালাক বোলার উল্লেখ করে পন্টিং বলেন, বিশেষ করে বোলার হিসেবে ও খুব স্মার্ট এবং চালাক। বলে তেমন টার্ন নেই কিন্তু সে বলে গতি সবকিছুই নিয়ন্ত্রিত করতে পারে। বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার সাকিব। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। বিগ ব্যাশ খেলেছে৷ গত ৪-৫ বছর ধরে তো আইপিএলে খেলছে নিয়মিত। বাংলাদেশের বিশ্বকাপের তুরুপের তাশ হতে পারে। খুব সম্ভবত সাকিবের পরে তামিমকে রাখবো।