কয়েক মাস ধরে গুঞ্জন উঠেছে পিএসজি ছাড়বেন নেইমার। পিএসজিতে সময়টা ভালো যাচ্ছেনা তার, এ জন্য রিয়েলে যাওয়ার গুঞ্জনটা আরো শক্ত হয়ে উঠে।
তবে এবার নেইমারের রিয়েলে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন বার্সেলোনা কোচ এরনেস্ত ভালভার্দে। তিনি বলে নেইমার রিয়েল মাদ্রিদে যোগ দিলে আমি অবাক হবোনা। এমন কোন দুনিয়া যদি থাকে যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে তাহলে সেটা ফুটবলের জগৎ। কিন্তু এতে আমাদের চিন্তিত হয়ার কিছুই নেই। বার্সেলোনায় আমাদের চিন্তা করার অনেক কিছু আছে।
গত আগস্টে রেকর্ড মূল্যে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। এরপর থেকে ক্লাবটির দারুণ সময় কাটাচ্ছেন তিনি। কিন্ত ফরাসী ক্লাবটিতে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যে সিনিয়র খেলোয়াড় এডিনসন কাভানি ও কোচ উনাই এমেরির সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর তার পরই নেইমারকে নিয়ে এমন গুঞ্জন উঠে।