প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে আচরণ নিয়ে আবারো বিতর্কিত হলেন নেইমার। তবে এবার নেইমারের পাসে দাঁড়িয়েছে পিএসজি বস উনাই এমেরি। সমর্থন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
ফরাসী লিগ কাপের সেমি-ফাইনালের ম্যাচে রেনেসের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে পিএসজি। সেই ম্যাচে পিএসজির জয়কে ছাপিয়ে গেছে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে নেইমার আচরণ। রেনেসের খেলোয়াড় ত্রাত্তরের সাথে নেইমারের করা কৌতুক নিয়ে অনেকে বিরক্তি প্রকাশ করেছে। সেই বিষয় নিয়ে নেইমারের সমালোচনা করেছিলেন মোনাকোর ইটালিয়ান ডিফেন্ডার রাজ্জিও।
এবার নেইমারের সমালোচনাকারীদের কড়া জবাব দিলেন পিএসজি বস উনাই এমেরি। নেইমার প্রসঙ্গে তিনি বলেন “নেইমার আমাদের স্পেশাল খেলোয়াড়। তাকে আমি অনেক আগে থেকে চিনি, নেইমার স্পেনে থাকাকালীন সময়ও আমি তাকে দেখেছি। সে সব সময় এমন মজা করে। সে সবার সাথে মজা করে, যেমন টা সে রেনেসের খেলোয়াড়ের সাথে করেছিলো। এটা খেলার অংশ।
এরপর নেইমারের খেলা প্রসঙ্গে এমেরি বলেন -“নেইমার স্মার্ট একজন খেলোয়াড়, সে জানে কিভাবে ম্যাচের ফলাফল বের করে আনতে হয়। সে একটা দলকে অনেক কিছু দিতে পারে। এরি মধ্যে সে পিএসজির জন্য অনেক কিছু করেছে”।
সামান্য ব্যাপার নিয়ে ফুটবল বিশ্ব যখন নেইমারের সমালোচনা করছে ঠিক তখনি নেইমারের পক্ষ নিয়ে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিলে পিএসজি বস উনাই এমেরি।