গত রাতে এমিয়েন্সের বিপক্ষের ম্যাচে পেনাল্টি থেকে গোল করে মাথায় জুতো নিয়ে এক অন্যরকম উদযাপন করেন নেইমার। তাতেই সোস্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা ঝড় উঠে। এমনকি নাইকি কোম্পানির জুতো মাথায় নেওয়ায় নেইমারকে নেইমারকে নিয়ে ট্যুইটারে পোস্ট দেওয়া হয়। এতে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়। অনেকে ভাবতে শুরু করে নেইমার টাকার জন্য নাইকির জুতোর প্রমোশন করছেন। কিন্তু এবার সত্য ঘটনা জানা গেল নেইমারের কাছ থেকেই। খেলা শেষে ইনস্টাগ্রামের এক পোস্টে নেইমার তার এমন উদযাপনের ব্যাখ্যা দেন। তিনি জানান এই উদযাপন তার এক বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য করেছেন এবং এই উদযাপনের অর্থ শুধু তার বন্ধুই জানে।
এদিকে তার বন্ধু জেসেলসোমরাসের একছবি থেকে দেখা যায় কোন কারনে তিনি মাথায় একখানা গ্লাস নিয়ে ভারসম্য করছেন। নেইমার হয়ত সেই মুহুর্তকেই উদযাপনের মাধ্যমে স্মরণ করেছেন।