নেইমারের পায়ে অস্ত্রোপচার ছাড়া আর কোন উপায় নেই বলে জানান পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।
গত রবিবার ফরাসী লিগে মার্সাইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ারের পায়ের গোড়ালির গাট মচকে যায়।
এরপর কয়েকটি গণমাধ্যম জানিয়েছে সমস্যার সমাধান করতে ও রাশিয়া বিশ্বকাপে কোন ধরনের ঝুঁকি না নিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে নেইমার। পিএসজি কোচ অবশ্য তা উড়িয়ে দিলেন। কোচ উনাই এমেরি জানিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়েলের বিপক্ষে ফিরবেন নেইমার।
তবে এরপর দিন নেইমারের মাঠে ফিরতে ৬-৮ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন তার বাবা।
কিন্তু এবার এ ব্যাপারে এবার মুখ খুললেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। গত ম্যাচে ফরাসি কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করার পর সাংবাদিকদের তিনি বলেন “নেইমারের ইনজুরির খবর আমাদের মন খারাপ হয়েছে। আমাদের জন্য এটা একটা বিপদ। নেইমারের অস্ত্রোপচার করা হবে, যা তার জন্য, আমাদের ক্লাবের জন্য, ব্রাজিল জাতীয় দলের জন্য ভালো হবে। আমাদের হাতে আর কোন পথ নেই। আমাদের চিকিৎসক ও ব্রাজিলের চিকিৎসক নেইমারের পরিবার ও খেলোয়াড়দের সাথে আমরা পরামর্শ করে এমন সিদ্ধান্ত নিয়েছি। সবাই নেইমারের অস্ত্রোপচারে একমত”।
এরপর খেলাইফি আরো বলেন “আমরা সব সময় একসাথে কাজ করি। রিয়েলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাবো। কারণ আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমরা একাত্রে দারুণ কিছু করতে পারি। আশা করি নেইমারকে আমরা কোয়ার্টার ফাইনালে পাবো। এটা কঠিন সিদ্ধান্ত ছিলো অস্ত্রোপচার করা, কিন্তু আমরা নিয়েছি। এবং আমরা সফল হবো”।