লিগ ওয়ানের ম্যাচে আজ তৌওলুসের বিপক্ষে মাঠে নেমেছে নেইমারের পিএসজি। ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে উনাই এমেরির শীর্ষরা।
এই ম্যাচে কাভানিকে ছাড়াই পিএসজির একাদশ সাজিয়েছে কোচ এমেরি। কিন্তু কাভানির অভাব বুঝতে দেয়নি নেইমার এমবাপ্পে ডি’মারিয়ারা। তিনজনই খেলেছেন দুর্দান্ত।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ শুরু করে পিএসজি। প্রতিপক্ষে রক্ষনকে সবসময় ব্যস্ত রেখেছেন নেইমার এমবাপ্পেরা। তবে প্রথমার্ধে কোন গোল করতে পারেনি পিএসজি। গোল শূন্য ড্র তে প্রথমার্ধ শেষ করে দুই দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমন যেন আরো বাড়িয়ে দেয় পিএসজি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচে ৬৮ মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৮ তম মিনিটে সবাই কে মুগ্ধ করে নিজের শৈল্পিক ফুটবলের প্রদর্শনী দেখালেন নেইমার।
ডানদিক থেকে এঞ্জেলো ডি’মারিয়ার বাড়ানো বল ডি বক্সে পেয়ে চার ডিফেন্ডারকে একরকম বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আর তাতেই ১-০ গোলে এগিয়ে যা পিএসজি।
এরপর ম্যাচে আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়ে পিএসজিকে।