নেইমার জুনিয়রের দলবদল নিয়ে সরগম ফুটবল আঙিনা। নেইমার কি আদৌ ক্যাম্প ন্যু তে ফিরে যাবে নাকি রিয়েল মাদ্রিদ কিংবা জুভেন্টাস নেইমারকে রেকর্ড গড়া অর্থ দিয়ে কিনে নিবে এই বিষয়ে এখনো ধোঁয়াশা ছেয়ে আছে।
তবে বার্সালোনা চায় নেইমারকে ক্যাম্প ন্যু তে ফিরিয়ে আনতে। নেইমারও চায় আবারো বার্সায় ফিরে আসতে। কিন্তু বার্সালোনা পিএসজিকে নেইমারকে নেওয়ার জন্য যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়নি পিএসজি। নেইমারকে যথাযথ মূল্যেই ছাড়তে চায় পিএসজি মালিক নাসের আল খেলাইফি।
বার্সা চেয়েছিলো কৌতিনহো কিংবা উসমান দেম্বেলের সঙ্গে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারেকে ফিরিয়ে আনতে। সেই প্রস্তাবেও রাজি হয়নি পিএসজি।
এদিকে জানা গিয়েছে গত সপ্তাহে নেইমারের ব্যাপারে বৈঠক করতে প্যারিসে গিয়েছিলেন বার্সালোনার ডাইরেক্টর এরিক আবিডাল এবং বোর্ড মেম্বার জাবিয়ার বোর্ডাস। কিন্তু পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর লিওনার্দো জানিয়েছিলেন বার্সার প্রস্তাবটি যথেষ্ট বিবেচিত হয়নি।
পিএসজি চায় নগদ অর্থে নেইমারকে বিক্রি করতে। কিন্তু বার্সার পক্ষে ২০০ মিলিয়ন ইউরো দেওয়া সম্ভব নয়। তাই বার্সা অনুসরণ করবে অন্য এক পন্থা।
নেইমারকে বার্সায় ফিরিয়ে আনতে সিদ্ধান্তে পৌঁছেছে বার্সালোনা। নেইমারকে ফিরিয়ে আনতে এবার নিজেদের কৌশল বদলাবে বার্সালোনা৷ নেইমারকে পুনরায় ক্যাম্পে ন্যু তে ফিরিয়ে আনতে এবার ধারের কৌশল অবলম্বন করবে বার্সালোনা।
এদিকে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়কে কিনতে আগ্রহী বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সুযোগ পেলেই বার্সার কাছ থেকে নেইমারকে ছিনিয়ে নিতে চাইবে রিয়াল মাদ্রিদ।
তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২৭ বছর বয়সি এই তারকাকে কেনার দৌড়ে যোগ দিয়েছে ইতালির জনপ্রিয় ক্লাব জুভেন্টাস।
তবে বার্সালোনা ধারে হলেও নেইমারকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনতে যথাযথ চেষ্টা চালাবে।