সেলেকাওরা তাদের সেরা তারকাকে ফিরে পেতে অপেক্ষায় আছে। এদিকে নেইমার ও কৌটিনহোর মধ্যে যে একটা বড় পার্থক্য আছে তা সবাই জানে। কিন্তু তা মানতে নারাজ দানি আলভেস। দলে নেইমারের অনুপস্থিত নিয়ে তিনি চিন্তিত নয়। বরং
দানি আলভেস মনে করেন ফিলিপ কৌটিনহো নেইমারের মত প্রতিভাবান একজন তারকা। তবে জাতীয় দলে তার প্রমাণ কৌটিনহো দিয়ে যাচ্ছেন।
এই প্রসঙ্গে সম্প্রতি দানি আলভেস বলেন “কৌটিনহো নেইমারের মত ভালো তারকা। অনেক আগে থেকেই সে জাতীয় দলে সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বার্সাতে যোগ দিয়ে কৌটিনহো এখন আরো শক্তিশালী।”
এরপর দানি আলভেস আরো বলেন “আমরা জার্মানির বিপক্ষে চিন্তিত নয়। দলে নেইমার নেই কিন্তু তার মত বড় তারকা রয়েছে। কোটিনহো দারুণ কিছু করবে। আমার মনে হয় সে জার্মানিকে হারাতে বড় অবদান রাখবে। “