জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উঠা ধর্ষণের অভিযোগ তদন্তের জন্য তার ডিএনএ নমুনা চেয়ে পরোয়ানা জারি করেছে লাস ভেগাসের পুলিশ। তবে রোনালদোর আইনজীবী পিটার এস ক্রিস্টিয়ান্সের কাছে বিষয়টা খুবি সামান্য অনুরোধ। এদিকে ২০০৯ সালে লাস ভেগাসের হোটেলে ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণের অভিযোগে অস্বীকার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ডিএনএ এর নমুনা চাওয়া প্রসঙ্গে রোনালদোর আইনজীবী বলেন “রোনালদো এর আগেও যেটা বলেছে এখনো সেটা বলছে। ২০০৯ সালে লাস ভেগাসের হোটেলে যা হয়েছে সেটা দুজনের সমঝোতায় হয়েছিল।
তাই সেখানে তার ডিএনএ পাওয়াটা বিষ্ময়ের কিছু নয়”। এদিকে লাস ভেগাসের পুলিশ জানায় ” অন্যসব ধর্ষণের তদন্তের ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হয়, রোনালদোর বিষয়ো একই পদক্ষেপ। জুভেন্টাস তারকা ডিএনএ চাওয়ার বিষয়টি ইটালি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জার্মান সাময়িকী ডের স্পিগেল জানায় “২০১০ সালে আদালতের বাইরে রোনালদপ্র সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছান মায়োরগো। ৩ লাক ৭৫ হাজার ডলারের বিনিময়ে কখনও এই অভিযোগ প্রকাশ না করার ব্যাপারে রাজি হন তিনি।
মায়োরগার আইনজীবীরা এখন প্রতারণা করতে চাচ্ছে রোনালদোর সাথে।
ধর্ষণের অভিযোগে রোনালদোর ডিএনএ টেস্ট।
জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উঠা ধর্ষণের অভিযোগ তদন্তের জন্য তার ডিএনএ নমুনা চেয়ে পরোয়ানা জারি করেছে লাস ভেগাসের পুলিশ।.
