জ্বলে উঠলেন নেইমার এমবাপ্পে। দুর্দান্ত জয় পেল পিএসজি। লিগ ওয়ানে ২০১৮/১৯ মৌসুমে প্রথম দুই ম্যাচে টানা জয় পেল পিএসজি। গুইংগাম্পের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেন নেইমার। প্রথমে পিছিয়ে পড়া পিএসজি সমতায় ফিরে নেইমারর গোলে। লিগ ওয়ানের এবারের মৌসুমে এটি ছিলো নেইমারের দ্বিতীয় গোল। এছাড়া ও বদলি হিসেবে নেমে নিজের জাত চিনিছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপ জয়ী এই তারকা গুইংগাম্পের বিপক্ষে করেছেন দুইটি গোল। এমবাপ্পের করা দুই গোলে একটি এসিস্ট করেছেন আর্জেন্টাইন তারকা এঞ্জেলো ডিমারিয়া ও অপরটি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সব মিলিয়ে গুইংগাম্পের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেল পিএসজি।
PSG VS Guingamp 3-1 All Goals & Highlights
পুরো ম্যাচের হাইলাইটস দেখতে ক্লিক করুন লিংকে