শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে গিয়েছিলো বাংলাদেশ দল। কিন্তু সেই আশা হয়ে গেলো দূরাশা৷ শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েই দেশে ফিরতে হলো টাইগারদে।
শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিং ছিলো হতাশাজনক। অপরদিকে দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তাই এই হোয়াইট ওয়াশের জন্য তাকেই দুষছে ভক্তরা। এজন্য তামিমকে পড়তে হচ্ছে কঠিন সমালোচনার মুখে৷ নেতৃত্ব দেওয়া ছাড়াও ব্যাট হাতেও নিজেকে খুঁজে পাননি তামিম ইকবাল। একের পর এক ব্যর্থতার কারণে তিনিও চাইছেন কিছুদিনের জন্য দল থেকে সরে গিয়ে বিশ্রামে থাকতে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশের পর বড় বিপদে পড়লো বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারলে সুযোগ ছিলো টাইগারদের র্যাংকিংয়ে উন্নতি করার কিন্তু সেই সুযোগ ধোঁয়াশায় ছেয়ে গেলো। উল্টো সবগুলো ম্যাচ হেরে রেটিং পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে ৪ টি রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারলে ৩ রেটিং পয়েন্ট বাড়াতে পারতো বাংলাদেশ দল। কিন্তু তা আর হয়ে উঠলো না।
শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিলো ৯০ যা বর্তমানে নেমে এসেছে ৮৬ তে। শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট ৮২। যা বাংলাদেশ থেকে মাত্র ৪ রেটিং পয়েন্ট কম।