বিশ্বকাপের আগ থেকেই কাঁধের ইঞ্জুরিতে ভুগছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই কারণে বল হাতে দেখা যায়নি এই সাইলেন্ট কিলারকে।
মাহমুদুল্লাহর কাঁধের চোটের সাথে এবার যুক্ত হলো কাফ স্ট্রেইন। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পেশিতে টান লাগে মাহমুদুল্লাহ রিয়াদের৷ এরপরে মাঠে ফিজিও প্রবেশ করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেই ব্যাথা নিয়েই ব্যাটিং চালিয়ে গিয়েছেন এবং ২ চারের মাধ্যমে করেছেন ৩৮ বলে ২৭ রান।
তবে ফিল্ডিংয়ে দেখা যায়নি মাহমুদুল্লাহকে। মাহমুদুল্লাহর চোটের ব্যাপারে জানান বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মাহমুদুল্লাহ রিয়াদ কাফ ইঞ্জুরিতে পড়েছেন। তাকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। আজ রাতে অথবা কাল সকালে জানা যাবে।
অর্থ্যাৎ, বাংলাদেশ সময় মঙ্গলবারেই জানা যাওয়ার কথা মাহমুদুল্লাহর ইঞ্জুরির শেষ পরিণতি।