আফগানিস্তানের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে সাউদাম্পটনে অনুশীলন করছে বাংলাদেশ দল। এ সময় অনুশীলন করেছে প্রায় দলের সব খেলোয়াড়রাই।
আর এই অনুশীলনের সময়ই বাংলাদেশের জন্য ধেঁয়ে আসলো বড় একটি দুঃসংবাদ।
ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, মাঠে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিচ্ছিলেন বাংলাদেশ দলের স্পিনার মেহেদি হাসান মিরাজ। ঠিক তখনই ব্যাটিং অনুশীলনের সময় সাব্বির রহমান সজোরে একটি শট মারেন যা এসে সরাসরি মিরাজের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ যাবত অচেতন অবস্থায় ছিলেন। তার পর উঠে দাঁড়ান।
কিছুক্ষন পরিক্ষা-নিরিক্ষা করে ফিজিও থিহান চন্দ্রমোহন জানান মিরাজ শঙ্কামুক্ত রয়েছে। তার চোট ততটা গুরুতর নয়। তবে এর পরে মিরাজ ব্যাটিং অনুশীলন করলে তাকে আপাতত অনুশীলন করতে দেওয়া হয়নি।