চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) সপ্তম আসরের। আসন্ন আসরকে সামনে রেখে এরইমধ্যে নিজেদের দলকে সাজানোর জন্য কাজে লেগে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবারের বিপিএলের সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো বিপিএলের আসর মাতাতে আসছে সাবেক অজি অলরাউন্ডার তারকা শেন ওয়াটসন। বিপিএলের এবারের আসরে ওয়াটসন খেলবেন খুলনা টাইটান্সের হয়ে। বিপিএলের ২০১৯-২০ আসরে ৩৮ বয়সি ওয়াটসনকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।
আইপিএলের বেশ কয়েকটি আসর চেন্নাইয় সুপার কিংসের হয়ে খেলেছেন শেন ওয়াটসন। ব্যাট ও বল হাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে বেশ সফল এই অলরাউন্ডার। বিগব্যাশ, আইপিএল, পিএসএল, সিপিএলের মতো প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন ওয়াটসন।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইতিমধ্যে খেলেছেন মোট ৩১৬টি ম্যাচ। ৩০৮ ইনিংসে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৮ হাজার ১৮২ রান এবং ২৩১ ইনিংসে বল হাতে নিয়েছেন ২১৬ টি উইকেট।