প্রেমদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। আর এই ম্যাচেই দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
আর সেই মেইলফলক ছুঁতে তাই আর দেরি করলেন না মুশফিক। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমেই ৬০০০ রানের মাইলফলকটি স্পর্শ করলেন মুশফিক। এর মাধ্যমে ৬০০০ রানের ক্লাবে প্রবেশ করেছে মুশফিক। মুশফিকের আগে এই ক্লাবে প্রবেশ করেছিলেন বিশ্বসেরস অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল।
এই ক্লাবে ঢুকতে মুশফিকের প্রয়োজন ছিলো মাত্র ৮ রানের। যা তিনি এর আগের ম্যাচেই তুলে নিতে পারতেন৷ কিন্তু দূর্ভাগ্যবশতভাবে ৮ রান দূরে থেকেই আউট হয়ে যান মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৬৭ রান করে আউট হন মুশফিক।
বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই ক্লাবে মুশফিকের স্থান তৃতীয়। এর আগে এই ক্লাবে প্রবেশ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এই ক্লাবে তামিম ঢুকেছেন সবার প্রথমে। ২০১৯ বিশ্বকাপ চলাকালীন সময়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।