জুনে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। Argentina Football Team Come To Bangladesh In June 2023

জুনে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা : মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা এবার মাতাতে আসছে বাংলাদেশ। যদি সবকিছু ঠিক থাকে তাহলে জুনেই ঢাকায় মাঠ মাতাতে আসবে মেসির দল। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার সবধরনের উদ্যোগ সফল হতে চলছে এবার।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আর্জেন্টিনা দলের ঢাকায় আসার বিষয়ে নিয়ে বলেছেন,‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’

তবে বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে অবস্থা তাতে খেলা কোথায় হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।সেই প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।

আর্জেন্টিনার দল ঢাকায় আসলে প্রতিপক্ষ হবে কোন দল তা নিয়ে চরম উওেজিত দর্শকরা। এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন,‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks