গতকাল নারীদের আইপিএলের ফাইনালে জাহানারার দল ভেলোসিটি জিততে না পারলেও অসাধারণ বোলিং করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের জাহানারা আলম। তার প্রসংসায় রীতিমতো টুইটারে উঠেছে ঝড়! আন্তর্জাতিক ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ।
প্রথমে ব্যাট করতে নেমে হোচট খায় ভেলোসিটি। ১২১ রানের স্কোর দাঁড় করায় সুপারনোভার সামনে। জবাবে ব্যাট করতে নেমে সুপারনোভার শুরুটা ছিলো দারুণ। তবে তা নিয়ে বেশিদূর এগোতে পারেনি সুপারনোভা। ভেলোসিটির হয়ে বল করতে আসা জাহানারা আলমের বোলিং তান্ডবে দিশা হারায় সুপারনোভা। সুপারনোভার গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ও নারী ক্রিকেটের জনপ্রিয় দুইজন সেরা ব্যাটসম্যান নাইট স্কাইভার ও সোফি ডেভাইনের উইকেট তুলে নেয় জাহানারা। অসাধারণ স্পেল দিয়ে দুইজনকেই বোল্ড আউট করেন তিনি। যদিও শেষ পর্যন্ত তার দল জিততে পারেনি।
বাংলাদেশী এই খেলোয়াড় এর প্রশংসা করে টুইট করেছেন আন্তর্জাতিক ভক্তরা। জাহানারার বোলিং মুগ্ধ তারা।