গত ২৯ শে এপ্রিল বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি উন্মোচনের পর থেকেই চলছে নানা সমালোচনা। জার্সিতে লাল রঙ নেই বলে ক্ষিপ্ত ভক্তরা। আবার এই জার্সিকে অনেকেই পাকিস্তানের বা আয়ারল্যান্ডের জার্সি বলে সমালোচনা চালাচ্ছেন। বিসিবির প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তরা। এর পর ওইদিন রাতেই জার্সি বদলানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
কিন্তু এই সমালোচনা মোটেও পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের। তিনি এ ব্যাপারে নিজের বক্তব্য জানালেন।
তামিম বলেন, দেখেন, আমি যতটুকু জানি – বুঝি তাতে বাংলাদেশের কোনো জার্সিই একজন বসে ঠিক করে দেন না। আর বিশ্বকাপ জার্সির ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। এখানে অনেকে মিলে জার্সির ডিজাইন চূড়ান্ত করেছেন। পাকিস্তান কিংবা আয়ারল্যান্ডের সাথে মিল রাখার জন্য এ ডিজাইন তারা করেননি।
তামিম আরো বলেন, আচ্ছা ধরুন আমরা সোনার অক্ষরে লেখা জার্সি পরে মাঠে খারাপ করলাম। তখন কি জার্সিটা ভালো লাগবে দেখতে? খারাপ জার্সি পরে মাঠে ভালো করলে তখন আপনারও ভালো লাগবে।
এটাইতো গুরুত্বপূর্ণ বিষয়।