আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্টের পরেই শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ। এ ছাড়াও শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষেও রয়েছে সিরিজ। আর এই সিরিজগুলোকে সামনে রেখেই ১৮ আগস্ট থেকে কন্ডিশনিং ক্যাম্প করবে জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। তবে এই ক্যাম্পে থাকছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
অবশ্য কন্ডিশনিং ক্যাম্পে মাশরাফির না থাকার যৌক্তিক কারণ রয়েছে। বিশ্বকাপের আগ থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন অধিনায়ক। শ্রীলঙ্কা সফরের আগে সেই চোট আরো বেড়ে যায়। যার কারণে দল থেকে ছিটকে পড়েন মাশরাফি। চোট পরিপূর্ণভাবে সেরে উঠার জন্যই ক্যাম্পে আপাতত অংশগ্রহণ করবে না মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও রয়েছে আরো একটি কারণ। জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝে নেই কোনো ওয়ানডে ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে মাশরাফিকে বিদায় জানাতে চায় বিসিবি। তবে এ ব্যাপারে মাশরাফির মতামত এখনো জানা যায়নি। তাই জিম্বাবুয়ের বিপক্ষের ওয়ানডে ম্যাচটি একপ্রকার না হওয়ার সম্ভাবনাই বেশী বলা যেতে পারে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায়ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ না হওয়ার আভাস পাওয়া গেলো।
এ ব্যাপারে নান্নু বলেন, মাশরাফি কন্ডিশনিং ক্যাম্পে থাকছে না। যেহেতু সে টেস্ট ও টি-২০ খেলে না। এটা ঠিক, ওর থাকার কথা ছিলো। এখন ওকে আর রাখছি না। যদি ওয়ানডে সিরিজ হতো তাহলে ওকে রাখতাম। ওয়ানডে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।