উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ডদের তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, মুহাম্মদ সালাহ্, ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রিয়েল মাদ্রিদের।
গত মত মাসে কিয়েভের ফাইনালে গ্যারাথ বেলের জোড়া গোলে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় বারের মত ইউরোপ সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছে রিয়েল মাদ্রিদ।
২০১৭/১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া ৩২ টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্ব করা দেশগুলোর ৫৫ জন সাংবাদিকদের ভোটে করা হয়েছে এই তালিকা।
ইউরোপ সেরা প্রতিযোগিতার প্রতিটি পজিশনে সেরা খেলোয়াড়দের বেছে নিতে গতবার থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হচ্ছে তিনজনের প্রাথমিক তালিকা।
আগামী ৩০ আগস্ট ২০১৮/১৯ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশন ভিত্তিক সেরা খেলোয়াড়দের নাম
প্রাথমিক তালিকা –
গোলরক্ষক : আলিসন (রোমা, বর্তমান লিভারপুল), জানলুইজি বুফন (জুভেন্টাস, বর্তমান পিএসজি), কেইলর নাভাস ( রিয়েল মাদ্রিদ)
ডিফেন্ডার : সার্জিও রামোস (রিয়েল মাদ্রিদ), মার্সেলো (রিয়েল মাদ্রিদ), রাফায়েল ভারান (রিয়েল মাদ্রিদ)
মিডফিল্ডার : কেভিন ডি ভ্রুইন (ম্যান সিটি), টনি ক্রুস (রিয়েল মাদ্রিদ), লুকা মদ্রিচ (রিয়েল মাদ্রিদ)
ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়েল মাদ্রিদ), মোহাম্মদ সালাহ্ (লিভারপুল)