কোপা আমেরিকার এবারের সবচেয়ে বড় চমক ছিলো পেরু। টুর্নামেন্টের শুরু থেকেই দূর্দান্তভাবে খেলে আসছে পেরু। কোয়ার্টার ফাইনালে এসে পেনাল্টিতে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পেরু। সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিশালী পেরু৷ কিন্ত প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেনো পেরুও এবার ঠিক করে এসেছে ফাইনাল খেলবেই।
ম্যাচের ৬৬ শতাংশ বল চিলির দখলে থাকলেও কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে ৩৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে পেরু। চিলির জালে মোট ৯ টি শট নেয় পেরু। এর মধ্যে লক্ষ্য বরাবর ছিলো ৩ টি শট। লক্ষ্য বরাবর ৩ টি শটের মধ্যে ৩ টিতেই সফল চিলি। প্রথমার্ধের ২১ তম মিনিটে এডিসন ফ্লোরেসের গোলে ১-০ তে এগিয়ে যায় পেরু। এরপর প্রথমার্ধের ৩৮ তম মিনিটে চিলির জালে আরেকবার বল জড়ায় পেরু। ইয়োশিমার ইয়োতুনের দূর্দান্ত গোলে ২-০ তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে পেরু৷
দ্বিতীয়ার্ধে সমতা আনতে মরিয়া চিলি। বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু একটিতেও সফল হতে পারলো না তারা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আরো একটি গোলের দেখা পায় চিলি। ৯১ তম মিনিটে পাওলো গুয়েরোর গোলে ৩-০ তে এগিয়ে যায় পেরু। ম্যাচের ৯৫ তম মিনিটে পেনাল্টি মিস করে চিলির আক্রমণভাগে খেলা এডুয়ার্ডো ভার্গাস। ফলে ৩-০ বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে পেরু।
আগামী ৭ তারিখ কোপার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।