বিশ্বকাপের পর্দা উঠলো দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। আর বিশ্বকাপের শুরুটাই হলো এক অবিস্মরণীয় ইতিহাস গড়ার মাধ্যমে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথম ওভারে আনলেন স্পিনার ইমরান তাহিরকে। সাক্ষী রাখলেন বিশ্বকাপের প্রথম ম্যাচকে এক ইতিহাসের।
বিশ্বকাপের প্রথম বল এর আগে কখনো স্পিনারকে দিয়ে করানো হয়নি। আজ ডু প্লেসিস প্রথম বল ইমরান তাহিরকে দিয়ে করিয়ে গড়লেন এক বিশ্বকাপ ইতিহাস। কিন্তু শুধু কি এই ইতিহাস গড়ে ক্ষান্ত হয়েছে ডু প্লেসিস ও তাহির? বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম ওভারের ২ য় বলে ইমরান তাহির তুলে নিলেন জনি ব্রেইস্টোর উইকেট। যা আগে কখনো ঘটেনি বিশ্বকাপের ইতিহাসে।
এবারের বিশ্বকাপে চমক থাকবে সবাই আশা করেছিলো কিন্তু প্রথম ম্যাচে শুরুটা হবে দুই দুইটি ইতিহাস গড়ার মাধ্যমে এটা সত্যিই অবিশ্বাস্য।