কানাডার ঘরোয়া টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলছেন স্বঘোষিত ইউনিভার্সাল বস ক্রিস গেইল। আর এই লিগেই গেইল দেখাচ্ছেন তার চার-ছক্কার তান্ডব।
বিশ্বকাপের এবারের আসরে ব্যাট হাতে একটি ম্যাচেও নিজের চিরচেনা সেই দানবীয় ইনিংস খেলতে পারেননি ক্রিস গেইল। কিন্তু বিশ্বকাপের পরেই আয়োজন করা ঘরোয়া টি-টোয়েন্টি লিগে নিজেকে খুঁজে পেয়েছেন ক্রিস গেইল। তাইতো একের বড় এক দানবীয় ইনিংস খেলেই চলেছেন।
গত শুক্রবার এডমন্টন রয়েলসের বিপক্ষে মাঠে নামে ক্রিস গেইলের ভ্যাঙ্কুভার নাইটস। এডমন্টন রয়েলসের ছুঁড়ে দেওয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চলে গেইল তান্ডব। ২১৩.৬৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা গেইল খেললেন মাত্র ৪৪ টি বল এবং রানের খাতায় উঠালেন ৯৪ রান। আক্ষেপ রয়ে গেলো মাত্র ৬ রানের। ৯৪ রানের ইনিংসটি সাজিয়েছেন ৯ টি ছক্কা এবং ৬ টি চারের মাধ্যমে।
গেইল আউট হওয়ার পরে জন্য বেগ পেতে হয়নি ভ্যাঙ্কুভার নাইটসকে। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গেইলের ভ্যাঙ্কুভার নাইটস।
উল্লেখ্য এর আগের ম্যাচেও তান্ডব চালিয়ে শতক হাঁকিয়েছেন ক্রিস গেইল।