কিংস্টন ওভালে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিস বনাম ইংল্যান্ড। টসে জিতে ব্যাটিং এর সিন্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিস। ওয়েস্ট ইন্ডিস এর ওপেনিংয়ে নামে ক্রিস গেইল ও জন ক্যাম্পবেল। এর পর শুরু হয় “দ্যা গেইল শো”।
দলীয় ৩৮ রানের মাথায় ক্রিস ওয়েকস এর বলে মইন আলির হাতে ক্যাচ তুলে আউট হন ক্যাম্পবেল। ২য় উইকেটে সাই হোপ এর সাথে পার্টনারশীপ ধরে ক্রিস গেইল। ক্রিস গেইল ফিরেন তার ছন্দে। একের পর এক ছক্কা মেরেই চলেছেন। ৫ বার বল হারিয়েছেন ছক্কা হাকিয়ে।
১০৪.৬৫ রেটে ব্যাট করা ক্রিস গেইল ছক্কা হাকান মোট ১২টি এবং চার মেরেছেন মাত্র ৩টি। ১২৯ বলে করেন ১৩৫ রান। দলীয় ৩১৭ রানের মাথায় ক্রিস গেইলের উইকেট তুলে নেন বেন স্টোক। সাই হোপ করেন ৬৫ বলে ৬৪ রান। ৭টি চার এবং ১টি ছক্কা মারেন সাই হোপ। ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিস করে ৩৬০ রান। ৩৬১ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে ম্যাচটি জিতে সিরিজের ১-০ তে লিড নেয় ইংল্যান্ড।
আগামী ২২ ফেব্রুয়ারি ওভালে নিজেদের ২য় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল