বিশ্বকাপের ফাইনালর নেই বেশীদিন। সেমিফাইনালে চার দল লড়াই করবে ফাইনাল খেলার জন্য। রাউন্ড রবিন লিগ পর্বের খেলা শেষে ৬ দল ফিরেছে নিজ নিজ দেশে। সেমিফাইনালের আগের পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বকাপের একাদশ নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার করা সেই একাদশে স্থান পেয়েছে একজন বাংলাদেশী ক্রিকেটার। বিশ্বকাপের এবারের আসরে ব্যাট ও বল হাতে একজনই রাজত্ব করেছেন আর তিনি হলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের মাটিতে নিজের দাপট ও বাঘের গর্জনের ছাপ ভালোভাবেই ছেড়ে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাইতো স্থান পেয়েছেন অঅস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপ একাদশে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপ একাদশটি সাজানো হয়েছে তিনজন অস্ট্রেলিয়ার, দুই জন করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের, ভারতের দুইজন এবং বাংলাদেশে ও ইংল্যান্ডের একজন খেলোয়াড়কে নিয়ে। দলের অধিনায়ক হিসেবে রেখেছে কেন উইলিয়ামসনকে এবং একমাত্র উইকেট রক্ষক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। তবে এই দলে জায়গা হয়নি ভারতের অধিনায়ক ও বর্তমানের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত ভিরাট কোহলির।
এক নজরে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপ একাদশ ঃ-
১. রোহিত শর্মা
২. ডেভিড ওয়ার্নার
৩. বাবর আজম
৪. কেন উইলিয়ামসন ( অধিনায়ক)
৫. সাকিব আল হাসান
৬. বেন স্টোকস
৭.অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক)
৮. মিচেল স্টার্ক
৯.লকি ফার্গুসন
১০. জাস্প্রিত বুমরাহ
১১. শাহিন শাহ আফ্রিদি