কোপা আমেরিকার আগ মূহুর্তে নেইমার জুনিয়রের ইঞ্জুরির পর বিশ্লেষকরা বলেছিলো এবার দলের দায়িত্ব নিতে হবে ফিলিপ কৌটিনহোকে। আর সেই কথাই যেনো লেগেছে এবার।
ব্রাজিলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন বার্সালোনার এই তারকা মিডফিল্ডার। শৈল্পিক ফুটবলে দলকে এনে দিয়েছেন বিশাল জয়।
কোপা আমেরিকার উদ্ভোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আজ মাঠে নেমেছে ব্রাজিল। গ্রুপ ‘এ’ এর প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে সেলেসাওরা। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে রাখা ব্রাজিল বলিভিয়ার জালে শর্ট নিয়েছে ২০ টি। তবে প্রথম আর্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য ড্র দিয়ে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফিলিপ কৌটিনহো। এর তিন মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান কৌটিনহো। রবার্তোর ফিরমিনহোর বাড়ানো বল তিনি দূর্দান্ত হেডে গোল করে দলের স্কোর লাইন ২-০ করেছেন ফিলিপ কৌটিনহো। অসাধারণ ছিলো কৌটিনহোর সেই গোলটি। তিন মিনিটের মাথায় দুই গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ব্রাজিলের তৃতীয় গোলটি এসেছে ম্যাচের ৮১তম মিনিটে বদলি হিসেবে নামা এভারটনের কাছ থেকে। নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেছেন তিনি। তার গোলের এসিস্ট করেছেন ফার্নান্দিনহো। এরপর আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে ব্রাজিল।