বিশ্বকাপের পর ফুটবল ফ্যানরা মুখিয়ে ছিল কোপা আমেরিকার জন্য। এবছরের ১৪ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা৷ ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানদের জন্য এবারের কোপা আমেরিকার ড্রতে রয়েছে চমক। রিও দি জেনিরোতে গতকাল অনুষ্ঠিত হলো এবারের কোপা আমেরিকার ড্র। এই ড্রতে রয়েছে তিনটি গ্রুপে ১২টি দল।
দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে।
এবারের গ্রুপ পর্বেও মুখামুখি হবেনা দক্ষিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দল পরেছে ভিন্ন গ্রুপে। এই আসরে ব্রাজিল বলা যায় সহজ গ্রুপেই পরেছে। আর্জেন্টিনার জন্যও আছে দারুণ সুখবর। আগের দুইবার যাদের সাথে হেরে টানা দুই ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, সেই চিলির সাথে গ্রুপ পর্বে দেখ হবেনা তাদের।
কোপা আমেরিকা ২০১৯এ অন্যরকম এক আসরের জন্য অপেক্ষায় আছে আর্জেন্টিনা, কারণ এই আসরের মধ্যদিয়ে আর্জেন্টিনা দলে ফিরবেন লিওনেল মেসি। তাই টুর্নামেন্টের দিকে চোখ আর্জেন্টাইন ভক্তদের। আগামী ১৪ জুন ব্রাজিল-বলিভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার। ফাইনালের মধ্যদিয়ে এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৭ জুলাই।
গ্রুপ পর্বে যে যার মুখামুখি হবে!
গ্রুপ- এ- ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা, ও পেরু।
গ্রুপ- বি- আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, ও কাতার।
গ্রুপ- সি- উরুগুয়ে, ইকুয়েডর, জাপান, ও চিলি।