নাম তার আন্দ্রেস পেরেইরা। মার্কোস পেরেইরার (ব্রাজিলীয়ান ফরোয়ার্ড ছিলেন) সুযোগ্য সন্তান বলা চলে। ২২ বছরে ম্যানইউর হয়ে ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন। বর্তমানে ফুটবল জগতের শিরোনাম হয়ে আছে তার নাম। কারন বিশ্বের অন্যতম সেরা দুইদল তাকে নিজ দলে নেওয়ার জন্য লড়াই করছেঃ ব্রাজিল এবং বেলজিয়াম।
বেলজিয়ামে জন্ম নেওয়া পেরেইরা অনূর্ধ্ব ১৫,১৬,১৭ তে বেলজিয়ামের হয়ে খেলেছেন। কিন্তু অনূর্ধ্ব ২০ এ বাবার দেশ ব্রাজিলে হঠাৎ করেই যোগদেন।
তখনই তিতের নজরে পরে যান পেরেইরা। এবার যখন বেলজিয়াম তাকে দলে নিয়ে নিবে এমন গুঞ্জন উঠেছে ঠিক তখনই জাতীয় দলে তাকে ডাক দিলেন তিতে। ব্রাজিল তাকে দলে ধরে রাখতে পারলে আরো এক তারকা পাবে সেলেসাওরা।