বিপিএলের সপ্তম আসর শুরু হওয়ার প্রায় ৫ মাস আগ থেকেই দল গুছাতে শুরু করে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এর ধারাবাহিকতায় দল বদল করেন সাকিব, তামিম ও মুশফিকুর রহিম।
ঢাকা ডাইনামাইটস ছেড়ে সাকিব যোগ দিয়েছিলো রংপুর রাইডার্সে, মুশফিক চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে যোগ দিয়েছিলেন খুলনা টাইটান্সে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চুক্তি বহাল থাকলো না। সাকিব, তামিম, মুশফিকের দলবদলের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কেনো হঠাৎ করে তাদের চুক্তি বাতিল করে দিলো বিসিবি? কেনো বিসিবির এমন সিদ্ধান্ত? সকলের মনে প্রশ্ন একটাই।
এ প্রসঙ্গে বিসিবির পরিচালক মাহবুব আনাম বলেন, বিপিএলের এবারের আসরে কোনো ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি থাকছে না। যার ফলে নতুন করে প্লেয়ার ড্রাফট হবে।
নতুন করেই শুরু হবে বিপিএলের সপ্তম আসর। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে বিপিএল শুরুর দুইমাস আগে।