লিগ ১ এ নিমেসের বিপক্ষে গোল করার পর অভিনব এক ধরনের উৎযাপন করেন নেইমার জুনিয়র। কান্নার ভঙ্গিমা করে গোল উৎযাপন করেন তিনি। তবে কেন এই উৎযাপন করলেন নেইমার? চলুন জেনে নেওয়া যাক নাক
নেইমারকে ট্রল করে প্রতিপক্ষরা বলে নেইমার তুমি কাদো। ব্যানারে তারা লিখে, cry baby cry!
তবে ব্যানারে নেইমারকে কান্না করতে বললেও শেষ পর্যন্ত তাদেরকেই কাদিয়েছিলেন নেইমার। আর গোলের পর তাই ঐরকম করে উৎযাপন করেছিলেন।