বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে আজ মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হাশিম আমলা পড়ে যায় ইঞ্জুরিতে।
ইংল্যান্ডের তখন ৩ ওভার চলছিলো বল করছেন জোফরা আর্চার। ওভারের পঞ্চম বলে একটি বাউন্সার ছোড়েন আর্চার। বলটি গিয়ে লাগে হাশিম আমলার কপালে ব্যাথা পান। ফিজিও এসে কিছুক্ষন মাঠে চিকিৎসা দেন। সেই সময় হাশিম আমলাকে পানি খেতে বলেন আরেকজন খেলোয়াড়। কিন্তু হাশিম আমল ব্যাথা পাওয়া সত্ত্বেও রোজা ভাঙেনি। পানি খেতে সাফ মানা করে দিয়েছেন। এরপর অস্বস্তি বোধ করায় মাঠ থেকে উঠে যান তিনি। অবশ্যই পরবর্তীতে ৬ উইকেটের সময় মাঠে নামেন তিনি।
এর আগেও হাশিম আমলা বলেছেন রোজা তাকে খেলায় ভালো করতে সাহায্য করে। এজন্য তিনি রোজা রেখেই খেলেন। এতে তার কোনো কষ্ট হয় না।