রাজিব গান্ধী স্টেডিয়ামে আইপিএল এর ৩৩ তম ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস এবং সাকিবের সানরাইজার্স হাদ্রাবাদ। টস এ জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এর ওপেনিং এ নামে ফাফ ডু প্লেসিস এবং শেন ওয়াটসন। প্রথম দিকে চেন্নাই এর জন্য একটা ভালো অবস্থান তৈরি করে ওয়াটসন ও ডু প্লেসিস। ১০৬.০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ওয়াটসন করেন ২৯ বলে ৩১ রান। চার মারেন ৪ টি। ১৪৫.১৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডু প্লেসিস করেন ৩১ বলে ৪৫ রান। ৩ টি চার এবং ৩ টি ছক্কা হাকান তিনি। ৯.৫ ওভার চলাকালে শাহবাজ নাদিম ওয়াটসন এর উইকেটটি তুলে নেন। চেন্নাইয়ের দলীয় রান তখন ৭৯। দলীয় ৮১ রানের মাথায় বিজেয় সংকর এর বলে জনি ব্রেইস্টোর হাতে ক্যাচ তুলে আউট হন ফাফ ডু প্লেসিস। এর পর চাপের মুখে পড়ে চেন্নাই। সুরেশ রায়না করেন ১৩ বলে ১৩ রান। দলীয় ৯৭ রানের মাথায় আউট হন সুরেশ রায়না। তার উইকেটটি তুলে নেন রসিদ খান। পর পর জাদব এবং বিলিংস এর উইকেট হারিয়ে বিপদে পরে চেন্নাই। রবিন্দ্র জাদেজা এবং আম্বাতি রায়দু মাঠে থাকলেও তেমন সুবিধা করে তুলতে দেয়নি হায়দ্রাবাদ এর বোলাররা। আম্বাতি রায়দু করেন ২১ বলে ২৫ রান এবং জাদেজা করেন ২০ বলে ১০ রান। চেন্নাই এর রান দাঁড়ায় ২০ ওভারে ১৩২ উইকেট হারায় ৭ টি। ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও দেখা যায় ডেভিড ওয়ার্নার এবং জনি ব্রেইস্টো জুটি। ওপেনিং এ নেমে দুইজনই তুলে নেন নিজেদের অর্ধশতক। ওয়ার্নার করেন ২৫ বলে ৫০ রান। ১০ টি চার মারেন ওয়ার্নার। ব্রেইস্টো করেন ৪৪ বলে ৬১ রান। ৩ টি চার এবং ৩ টি ছক্কা মারেন এই ইংলিশ ওপেনার। দলীয় ৬৬ রানের সময় ডটু প্লেসিস এর হাতে ক্যাচ ওয়ার্নার আউট হন। তার উইকেটটি তুলে নেন দিপক চাহার৷ এর পর কেন উইলিয়ামসন নেমে ৫ বলে ৩ রান করে আউট হয়ে যান। দলীয় ১০৫ রানের মাথায় বিজেয় সংকর এর উইকেট হারায় হাদ্রাবাদ। ব্রেইস্টো এবং দিপক হুডার পার্টনারশীপ হাদ্রাবাদকে নিয়ে যায় জয়ের দোরগোড়ায়। দলীয় ১৩১ রানে দিপক হুডা আউট হলেও জয় পেতে কোনো সমস্যা হলো না হায়দ্রাবাদের। ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ৬ উইকেটে জয় পায় সানরাইজার্স হাদ্রাবাদ। ২৫ বলে ৫০ রানের ঝড় ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।
ওয়ার্নার ও ব্রেইস্টো ঝড়ে উড়ে গেলো চেন্নাই!!!
রাজিব গান্ধী স্টেডিয়ামে আইপিএল এর ৩৩ তম ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস এবং সাকিবের সানরাইজার্স হাদ্রাবাদ। টস এ জিতে.
