বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো ক্ষেত্রে যেনো কমতি নেই সাকিবের।
বাংলাদেশের হয়ে খেলতে খেলতে বাংলাদেশ দলকে সাকিব এনে দিয়েছেন এক নতুন মাত্রা। ক্যারিবিয়ান লিগ, বিগব্যাশ, আইপিএল এর মতো বড় টি -টোয়েন্টি লিগ মঞ্চের দলগুলো যেনো হুমড়ি খেয়ে পড়ে সাকিবকে দলে নেয়ার জন্য। ইতিমধ্যে বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন সাকিব। আর সেই আরেক সেই আরেকটি রেকর্ড এখন সাকিবের সামনে।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ক্রিকেটার বুম বুম আফ্রিদির গড়া একটি রেকর্ড ভাঙতে চলেছেন সাকিব আল হাসান।
শহিদ আফ্রিদি ওয়ানডেতে মোট ম্যাচ খেলেছেন ৫২৪ টি আর উইকেটের সংখ্যা ৫৪১ টি।
এদিকে সাকিব আল হাসান মাত্র ৩২৩ ম্যাচে ৫৪১ টি উইকেট শিকার করে নিয়েছেন। সাকিব আছেন এখন আফ্রিদির সাথে সমতায়। কেবল একটি মাত্র উইকেট পেলেই সাকিব ছাড়িয়ে যাবে আফ্রিদিকে।