চলতি দশকের সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গত ২০১০ থেকে ২০১৯ এক দশকের সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান জনপ্রিয় স্পোর্টস পোর্টাল ফক্স স্পোর্টস। সেই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন মুশফিক।
মুশফিককে এই একাদশে রাখার ব্যাখাও দিয়েছে ফক্স স্পোর্টস। মুশফিককে এই একাদশে জায়গা দেওয়ার কারণ হিসেবে ফক্স স্পোর্টস লিখে, সম্ভবত এই একাদশের সবচেয়ে বিতর্কিত নির্বাচন, মুশফিকের নাম দশকের কিপার-ব্যাটসম্যানের কথোপকথনে অনেকের মনেই আসেনি। তার নির্বাচন সমান অংশ প্রতীকী এবং উপার্জনযোগ্য। এই দশকে বাংলাদেশের চেয়ে কোনো পক্ষই উন্নতি করতে পারেনি। একবার বিশ্ব ক্রিকেটের সহজ সাফল্য অর্জনের পরে, এই দশক দূরে বাংলাদেশ ঘরের একটি আসল শক্তি হয়ে ওঠে এবং প্রচন্ড প্রতিযোগী হয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় অর্জন করে৷
ফক্স স্পোর্টস আরো লিখে, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের পাশাপাশি মুশফিকুর সেই রূপান্তরের কেন্দ্রে রয়েছেন।
ফক্স স্পোর্টসের চলতি দশকের সেরা টেস্ট একাদশে যারা জায়গা পেয়েছেন তারা হলেন ঃ—
এ্যালিস্টার কুক (ইংল্যান্ড),ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), মুশফিকুর রহিম (বাংলাদেশ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।