বিশ্বকাপের পর স্টিভ রোডসকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব থেকে ছাঁটাই করে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্ছ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি। এর পরই শুরু হয় বাংলাদেশ দলের কোচ খুঁজার হিড়িক। এই দৌড়ে অনেকের নামই শোনা যাচ্ছিলো। কে কে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে? এই প্রশ্নের জবাব এতোদিন না মিললেও এবার মিলল এই প্রশ্নের উত্তর।
মোট পাঁচজন হাই প্রোফাইল কোচ এগিয়ে আছেন এই দৌড়ে। তারা হলেন — নিউজিল্যান্ডের মাইক হেসন, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস, দক্ষিণ আফ্রিকার রাসেল ডামিঙ্গো ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে।
তবে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে বেশ এগিয়ে ছিলেন কিন্তু এবার হাথুরাসিংহে টপকে টাইগারদের কোচ হওয়ার দৌড়ে বেশ জোরালো নাম নিউজিল্যান্ডের সফল কোচ মাইক হেসন। শুক্রবার (৯ আগস্ট) ঢাকায় এসে বিসিবিকে সাক্ষাত দেওয়ার কথা রয়েছে হেসনের।
তবে হাথুরুসিংহের কোচ হওয়ার ব্যাপারটি বেশ জোরালো ছিলো। শ্রীলঙ্কার কোচ হিসেবে এতোদিন দায়িত্ব পালন করছিলেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার সিরিজ শেষ হওয়ার পরেই চাকরি হারিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার পরে আরো জোরালো ভাবে গুঞ্জন উঠে হাথুরাসিংহে আসছেন বাংলাদেশের প্রধান কোচ হিসেবে৷ কিন্তু মাইক হেসন হাথুরুসিংহেকে টপকে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন।
বাকি তিনজন কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার, পল ফারব্রেস ও রাসেল ডামিঙ্গোর টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ হওয়ার সম্ভাবনা খুবই কম।