টনটনে আজ ওয়েস্ট ইন্ডিজ এ র বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দুই ম্যাচ হার এবং এক ম্যাচ পরিত্যাক্তের পর টাইগারদের আর কোনো হারের সুযোগ নেই। উইন্ডিজ এর বিপক্ষে জয়ই যেনো টাইগারদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
পয়েন্ট টেবিলে প্রায় দুই দলই একি অবস্থানে আছে। দুটি হার এবং একটি জয় ও একটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ার সাক্ষী রয়েছেন দুই দলই। যদিও রান রেটের দিক থেকে এগিয়ে উইন্ডিজ।
বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তবে চোটের কারণে তার খেলা এখনো নিশ্চিত নয়। গত ম্যাচেগুলোতে গতিসম্পন্ন পেস বোলিং ভুগিয়েছে বাংলাদেশ দলকে। তাই রুবেল হোসেনকে একাদশে রাখার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই দুই দলেই থাকছে পরিবর্তন।
এক নজরে দেখে নিন বাংলাদেশ এবং উইন্ডিজের সম্ভাব্য একাদশ—
বাংলাদেশ ঃ— তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ / রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) , মোস্তাফিজুর রহমান।
উইন্ডিজ ঃ— ক্রিস গেইল, সাই হোপ, নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো/ আন্দ্রে রাসেল, সিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, কেমার রোচ, শেল্ডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।