খেলা আমার জন্য ফরজ নয়! কিন্তু রোজা আমার জন্য ফরজ– খেলার জন্য কোচ যখন রোজা রাখতে না করেছেন তখন কোচকে এমন কড়া জবাব দিয়েছেন মেসুত ওজিল।
গত ইউরো কাপে এমন ঘটনা ঘটেছিল। তাই ইউরোকাপে ওজিলকে দিয়ে ম্যাচের পুরো সময় খেলাননি কোচ জো কিম লো।
এবার সেই ওজিল আরো একটি মহৎ কাজের মাধ্যমে নজির সৃষ্টি করলেন। কয়েক দিন আগে আর্সেনালের ম্যাচে মাঠে নেমেছিলন ওজিল। সেই ম্যাচে কর্নার নেওয়ার জন্য যখন তিনি প্রস্তুতি নেন তখন গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে একটি রুটির টুকরো ছুড়ে মারা হয়। আর সেটি ওজিল পা দিয়ে না সরিয়ে হাতে নিয়ে চুমু খেলেন এবং কপাল ছোয়ালেন। এই ঘটনায় অবাক হয়েছে গ্যালারি থাকা দর্শকরা।
এরপর এমন ঘটনা বর্ণনা দিলেন সেখানে থাকা হাদি করিম নামে এক ব্যাক্তি। তিনি বলেন ওজিল একজন মুসলিম। আর ইসলাম খাবার অপচয় করা শিক্ষা দেয়না। তাই ওজিল এমন কাজ করেছেন। যা অনেক মুসলিম কে শিক্ষা দিবে।
ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। মহৎকর্মে তা আবারো প্রমাণ করলেন মেসুত ওজিল।