গত ১৬ই এপ্রিল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে বাদ দেওয়ার কারনে তার ভক্তদের ক্ষোভের মাঝে সৃষ্টি হয়েছে।
আর এই ক্ষোভের জের ধরে ২১ এপ্রিল মেহেরপুরের ক্রিকেট প্রেমিরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় মানববন্ধন করে। তাদের দাবি, ইমরুল কায়েসকে বিশ্বকাপ দলে নিতে হবে। বার বার নিজের যোগ্যতা প্রমান দেওয়ার পরও কেনো তাকে বাদ দেওয়া হয়েছে।
মানববন্ধনে নেতৃত্বে ছিলেন, জাহিদ ইকবাল শিমন। উপস্থিত ছিলেন ক্রিকেটার সাইদুর রহমান উজ্জ্বল, মাসুদ রানা,আরিফুল ইসলাম ডলার, মিলন হোসেন সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকটি সিরিজে ইমরুল কায়েস ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তামিমের যোগ্য উত্তরসূরি হিসেবে বার বার নিজেকে প্রমান করে গিয়েছেন। তার পরও তাকে ডানহাতি বাঁ হাতি কম্বিনেশন দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। যা বিশ্বের কোনো দলের ইতিহাসে নেই।
এ সময় বক্তারা আরও বলেন, বার বার নিজের যোগ্যতা প্রমান করার পরেও কিভাবে তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়।
তারা হুশিয়ারি দিয়ে আরও বলেন, ইমরুল কায়েসকে বিশ্বকাপ দলে দ্রুত অন্তর্ভূক্ত করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।