এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট স্বীকার বোলার তাসকিন আহমেদ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বিদায় নিয়েছে তার দল সিলেট সিক্সার্স। দলে বিদায় নিলেও তিনি এখনো সর্বোচ্চ উকেট স্বীকার বোলার। দীর্ঘ ১৫ মাস ইনজুরি নিয়ে মাঠে বাহিরে থাকার পর এবারের বিপিএলের মধ্যদিয়ে জাতীয় দলে ফেরা আশা ছিল তার। সেই আশায় বিপিএলে মাঠে নেমে দুর্দান্ত পারফরমেন্স করে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে ডাক পেলেন তিনি। তবে ডাক পেলেও ভাগ্য সহায় হয়নি তার। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচ ইনজুরিতে পরে যান তাসকিন। আর সেই ইনজুরির কারণে এবার নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে গেল তার।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দেশ ছাড়লেন মুশফিক মাহমুদুল্লাহ মুস্তাফিজসহ বাংলাদেশের একটা অংশ। বিমানে মুশফিক মুস্তাফিজদের ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাসকিন। নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে তাসকিন লিখেন “এখন আমার উড়োজাহাজে থাকার কথা ছিল। কিন্তু পা উঁচু করে বসে আছি ঘরে। আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন অামার দ্রুত সুস্থতার জন্য…”। তাসকিন আহমেদের সুস্থতার সবাই দোয়া করবেন।