আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। দুই দলই তাদের প্রস্তুতি সেরে নিয়েছে। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসে ইংল্যান্ডের অধিনায়ক ইয়োন মরগান।
সংবাদ সম্মেলনে মরগান বলেন, বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা আমাদের দলের সিনিয়র খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আর এই অভিজ্ঞ ক্রিকেটাররাই আমাদের জন্য বড় হুমকি। জিততে হলে আমাদের ভালো খেলতে হবে।
মরগান আরো বলেন, বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা সাম্প্রতিক সময়ে দূর্দান্ত খেলেছে। বাংলাদেশের সঙ্গে আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা উজার করে দিতে হবে।